নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই বিপ্লব ২০২৪-এর আত্মত্যাগ ও চেতনা স্মরণে তারুণ্যের মাঝে সবুজের বার্তা ছড়িয়ে দিতে বুধবার(৬ আগস্ট ২০২৫) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে আয়োজিত হয় রোপা আমন ধানের চারা বিতরণ অনুষ্ঠান। তরুণ প্রজন্মকে কৃষির সাথে সম্পৃক্ত করতে ও জাতীয় উৎপাদনশীলতায় তাদের ভূমিকা স্মরণ করিয়ে দিতেই ছিল এ বিশেষ উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রির কৃষিতত্ত্ব বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পালন কমিটির আহ্বায়ক ও ফোকাল পয়েন্ট ড. মো. আদিল বাদশাহ। এছাড়া ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগ ও শাখা প্রধান, গবেষক, কর্মকর্তা, কর্মচারি ও শ্রমিকরা অংশগ্রহণ করেন।
এ কর্মসূচির মাধ্যমে শুধু স্মৃতিচারণ নয়, বরং খাদ্য নিরাপত্তা ও কৃষিভিত্তিক টেকসই উন্নয়নের প্রতিও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।