নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
“সনদধারী অদক্ষ শিক্ষার্থী কার্যত সমাজের বোঝা”—এ মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
আজ গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ইউনিসেফ-এর সঙ্গে যৌথ কৌশলগত সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। সভায় “বাংলাদেশের অদক্ষ যুবসমাজকে দক্ষ নাগরিকে রূপান্তর” লক্ষ্যে বাউবি ও ইউনিসেফের যৌথ প্রকল্প নিয়ে আলোচনা হয়।
উপাচার্য বলেন, “লাখ লাখ অনার্স-মাস্টার্স ডিগ্রিধারী থাকলেও দেশে সময়োপযোগী দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। তাই আমাদের লক্ষ্য শুধুমাত্র সনদ প্রদান নয়, বরং শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা।”
সভায় আরও উপস্থিত ছিলেন বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, ইউনিসেফের এডুকেশন স্পেশালিস্ট এমএস শামিমা সিদ্দিকী, মোহাম্মদ রফিকুল ইসলাম সুজন, এমএস আফিয়া সুলতানা ও আল নূর।
সভা সঞ্চালনা করেন স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. মো. জহির রায়হান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শফিকুল আলম, বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক ও ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় উভয় পক্ষ দেশের যুবসমাজকে দক্ষ ও যোগ্য জনশক্তিতে রূপান্তরের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।