Nabadhara
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সনদধারী অদক্ষ শিক্ষার্থী সমাজের বোঝা — বাউবি ভিসি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ৬, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

“সনদধারী অদক্ষ শিক্ষার্থী কার্যত সমাজের বোঝা”—এ মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

 

আজ গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ইউনিসেফ-এর সঙ্গে যৌথ কৌশলগত সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। সভায় “বাংলাদেশের অদক্ষ যুবসমাজকে দক্ষ নাগরিকে রূপান্তর” লক্ষ্যে বাউবি ও ইউনিসেফের যৌথ প্রকল্প নিয়ে আলোচনা হয়।

 

উপাচার্য বলেন, “লাখ লাখ অনার্স-মাস্টার্স ডিগ্রিধারী থাকলেও দেশে সময়োপযোগী দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। তাই আমাদের লক্ষ্য শুধুমাত্র সনদ প্রদান নয়, বরং শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা।”

 

সভায় আরও উপস্থিত ছিলেন বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, ইউনিসেফের এডুকেশন স্পেশালিস্ট এমএস শামিমা সিদ্দিকী, মোহাম্মদ রফিকুল ইসলাম সুজন, এমএস আফিয়া সুলতানা ও আল নূর।

 

সভা সঞ্চালনা করেন স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. মো. জহির রায়হান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শফিকুল আলম, বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক ও ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

সভায় উভয় পক্ষ দেশের যুবসমাজকে দক্ষ ও যোগ্য জনশক্তিতে রূপান্তরের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।