Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় মোবাইল কোর্টে ১১ ব্যবসায়ীর জ’রিমানা

খুলনা প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৫ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ও সহকারী কমিশনার (ভূমি) আখি শেখের নেতৃত্বে বুধবার ( ৬ আগস্ট) পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার কাটেঙ্গা বাজারে ১১ জন ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্টে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ ছিল হেড লাইসেন্স না থাকা, খাবার হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি।

ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, “মোবাইল কোর্ট পরিচালনার মূল উদ্দেশ্য হলো বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষা করা। আমরা চাই ব্যবসায়ীরা আইন মেনে চলুক এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারুক। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।”

অপরদিকে, সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ বলেন, “ফুটপাত দখল বা অস্বাস্থ্যকর পরিবেশের মতো সমস্যা মোকাবেলায় আমরা কঠোর ব্যবস্থা নেব। আইন লঙ্ঘনকারীদের তাৎক্ষণিকভাবে জরিমানা করা হচ্ছে।”

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত রাখতে নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান চালানো হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।