খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ও সহকারী কমিশনার (ভূমি) আখি শেখের নেতৃত্বে বুধবার ( ৬ আগস্ট) পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার কাটেঙ্গা বাজারে ১১ জন ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ ছিল হেড লাইসেন্স না থাকা, খাবার হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি।
ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, “মোবাইল কোর্ট পরিচালনার মূল উদ্দেশ্য হলো বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষা করা। আমরা চাই ব্যবসায়ীরা আইন মেনে চলুক এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারুক। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।”
অপরদিকে, সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ বলেন, “ফুটপাত দখল বা অস্বাস্থ্যকর পরিবেশের মতো সমস্যা মোকাবেলায় আমরা কঠোর ব্যবস্থা নেব। আইন লঙ্ঘনকারীদের তাৎক্ষণিকভাবে জরিমানা করা হচ্ছে।”
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত রাখতে নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান চালানো হবে
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.