মামুন মোল্লা, চুয়াডাঙ্গা
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।
শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে কবরী রোড প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এরপর মুক্তমঞ্চ প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক) শারমিন আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মাসুদুর রহমান সরকার। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি) তাজরিনা সুলতানা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন ও ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার বলেন, “আমরা চাই সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশ-সহিষ্ণু একটি নতুন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বৈষম্য। এই বৃক্ষমেলার মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও তরুণ প্রজন্মকে গাছের সঙ্গে পরিচিত করে তোলা হচ্ছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রতিটি নাগরিক যদি অন্তত একটি করে গাছ লাগায়, তাহলে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা সহজ হবে। এ মেলা সেই সচেতনতা তৈরির একটি ধাপ।”
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষমেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্য থেকে সেরা স্টলগুলোকে পুরস্কৃত ও সার্টিফিকেট প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.