মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ উমর জয় (১৯) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো শহর। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের চৌরঙ্গী মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
অবরোধ চলাকালে চৌরঙ্গী মোড় থেকে তেতুঁলিয়া বাসস্ট্যান্ড এবং করতোয়া সেতু থেকে মিলগেট বাজার পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বাঁশ দিয়ে রাস্তা আটকে দেয় এবং সাধারণ মানুষকেও চলাচলে বাধা প্রদান করে। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকে।
জানা গেছে, বুধবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে পূর্ব শত্রুতার জেরে জয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত জয় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী ছিলেন।
এ ঘটনায় শহরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। নিহতের প্রতিবেশী, সহপাঠী ও বন্ধুরা রাতে বিভিন্ন সড়কে বিক্ষোভ করে এবং দোকানপাট বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আবারও অবরোধ শুরু করলে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, “আমরা জয়ের মৃত্যুর ঘটনায় শোকাহত। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।” এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মিছিল করে এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী শিক্ষার্থীদের দ্রুত বিচার এবং হত্যাকারীদের গ্রেফতারে আশ্বস্ত করেন। সেখানে বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুনবস্তী এলাকার আল আমিন, পারভেজসহ কয়েকজন পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডে জড়িত। তাদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। নিহত জয়ের মরদেহের ময়নাতদন্ত শেষে জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.