কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তিন যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে পৌরসভার বাকাইল নগরকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নওয়াপাড়া গ্রামের রবি ঘোষের ছেলে রজত ঘোষ (২৫), বাকাইল গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. জনি (২৮), এবং আব্দুর রাজ্জাকের ছেলে মো. হাসিবুল খান (৩৬)।
গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক সেবনরত অবস্থায় আটক হওয়ার পর তিন যুবকই ভ্রাম্যমাণ আদালতে নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবেন না বলে অঙ্গীকার করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,“মাদক আমাদের সমাজের ক্যান্সার। এটি তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। আজকের এই রায় কেবল সাজা নয়, এটি একটি বার্তা—মাদকসেবী কিংবা বিক্রেতা কেউ ছাড় পাবে না।”
তিনি আরও বলেন,“আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান চালাবো, যতদিন না পুরো আলফাডাঙ্গা থেকে মাদকের শিকড় উপড়ে ফেলা যায়। যুব সমাজকে রক্ষা করাই আমাদের দায়িত্ব।”