Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে ই/য়াবা মামলার আসামির পলায়ন

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) প্রিজন সেল থেকে ইয়াবা মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি পালিয়ে যান।

পুলিশের দাবি, সেলের তালা ও হাসপাতালের মূল ফটকের তালা খোলা থাকায় এ সুযোগে পালাতে সক্ষম হয় আসামি। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম ইউসুফ (২৩)। তিনি খুলনা শহরের খালিশপুর থানার আলমনগর মোড় এলাকার বাসিন্দা এবং শাহজাহান হাওলাদারের ছেলে।

খালিশপুর থানা–পুলিশ জানায়, বুধবার দুপুরে আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে রাতেই বুকে ব্যথা অনুভব করলে ইউসুফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাসির উদ্দিন বলেন, “চিকিৎসকেরা রোগ শনাক্ত করতে পারেননি। ইউসুফ একেক সময় একেক রকম কথা বলছিল। পরে চিকিৎসকের পরামর্শে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে নয়টার দিকে তাকে হাসপাতালের প্রিজন সেলে রেখে আমি চলে আসি।”

প্রিজন সেলের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বলেন, প্রিজন সেলে তখন দুইজন আসামি ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে এক বয়স্ক আসামি বাথরুমে যাওয়ার কথা জানান। এ সময় দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল রাব্বি আলী সেলের তালা খুলে তাঁকে বাইরে নিয়ে যান। তবে ফিরে এসে তালা বন্ধ করতে ভুলে যান। তখনই ইউসুফ সেল থেকে বেরিয়ে যায়। এ সময় হাসপাতালের বাইরের গেটের তালাও খোলা ছিল।

খুলনা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. আবু তালেব বলেন, “প্রিজন সেলের ভেতরে পুলিশের নিরাপত্তা থাকে, আর বাইরে দায়িত্বে থাকেন কারারক্ষীরা। এখানে দুই পক্ষেরই গাফিলতি ছিল। আমরা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।” খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।