Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সং/ঘর্ষে আহত ১৫

মফিজুল ইসলাম, ঝিনাইদহ
আগস্ট ৭, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজর আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জন জামায়াতপন্থী ও ৬ জন বিএনপি সমর্থক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে স্কুল কমিটির সভাকালীন সময়ে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুরুতর আহতরা ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে, সেখানে আবারও নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে হাসপাতালের জরুরি বিভাগে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা, রোগী ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল কমিটির সভাপতির দায়িত্ব পান জামায়াতপন্থী জহুরুল ইসলাম। বিষয়টি মেনে নিতে না পেরে বিএনপি নেতারা আপত্তি তোলেন। দীর্ঘদিনের মতানৈক্য চূড়ান্ত রূপ নেয় বৃহস্পতিবার, যখন সভা চলাকালীন উভয় পক্ষ প্রথমে কথাকাটাকাটিতে এবং পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

আহতদের হাসপাতালে নেয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরিবর্তে, দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ফের সংঘর্ষ বাধে। এতে চিকিৎসাসেবা নিতে আসা অন্য রোগী ও তাদের স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “প্রায় চার মাস আগে স্কুল কমিটি গঠন নিয়ে যে বিরোধ শুরু হয়, তারই ধারাবাহিকতায় এই সংঘর্ষ ঘটে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংঘর্ষের ঘটনার পর বিএনপি ও জামায়াত একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।