Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবি’র ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টার পদত্যাগ

মো.জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)
আগস্ট ৭, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মো.জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সহকারী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি একাধিক অভিযোগ তুলে ধরেন এবং দায়িত্ব পালনে অসুবিধার কথা জানান।

পদত্যাগপত্রে ড. সাইফুল উল্লেখ করেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা জিল্লুর রহমানের মৃত্যুর পর তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু তাকে উপেক্ষা করে তার একাডেমিক জুনিয়র ও জামায়াতপন্থী হিসেবে পরিচিত একজনকে ‘পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা’ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা তাঁর জন্য “চরম অসম্মানজনক ও বিব্রতকর” বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “একজন জুনিয়রের অধীনে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্মানের নয়। তাই আমি পদত্যাগ করতে বাধ্য হয়েছি।”

পদত্যাগপত্রে তিনি আরও দাবি করেন, ২০০৭ সালের ১ মার্চ প্রভাষক হিসেবে যোগদানের পর ২০১৪ সালের ৯ ডিসেম্বর তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে লাঞ্ছিত হন এবং চাকরি হারান। দীর্ঘ প্রায় এক দশক পর, ২০২৪ সালের ৮ আগস্ট তিনি পুনরায় সহকারী অধ্যাপক পদে বহাল হন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতির জেরে এ ধরনের পদত্যাগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে অসন্তোষ এবং অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।