Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে মা/দকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মোঃ জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)
আগস্ট ৭, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে মাদকাসক্ত ও বখাটে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় বাবা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে স্থানীয়দের সহায়তায় ছেলেকে আটক করে থানায় নিয়ে যান তিনি।

জানা গেছে, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান হাওলাদার তার ছেলে সোহাগ হাওলাদার (২৪)-এর অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েন। স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম বারেক মেম্বার ও এলাকাবাসীর সহায়তায় তিনি ছেলেকে আটক করে দুমকি থানা পুলিশের হাতে তুলে দেন

স্থানীয়রা জানান, সোহাগ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এলাকায় চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ, শিক্ষার্থীদের উত্যক্তসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও পরিবার ও এলাকাবাসীর চাপে সে বারবার রেহাই পেয়ে আসছিল।

বুধবার রাতে সোহাগ প্রতিবেশী শহীদ জসিমের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করলে ঘটনাটি স্থানীয়দের নজরে আসে। পরদিন সকালে অভিযুক্তকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সোহাগ হাওলাদারকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।