অশোক মুখার্জী, কলাপাড়া
কলাপাড়া উপজেলায় দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, “মহিলা দলের শক্তিশালী নেতৃত্ব আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে। তৃণমূলকে সুসংগঠিত করতে এ ধরনের সম্মেলনের বিকল্প নেই।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজ সীমা এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদিকা ফারজানা রুমা।
সম্মেলনে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী নার্গিস জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী।
উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান এবং মহিপুর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান পারভেজ।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল নতুন নেতৃত্ব নির্বাচন। পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজ সীমা কলাপাড়া উপজেলা ও পৌর মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করেন।
সালমা আক্তার লিলিকে সভাপতি এবং নার্গিস আক্তারকে সাধারণ সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট কলাপাড়া উপজেলা মহিলা দলের কমিটি এবং ফারজানা সাম্মি ফ্লোরাকে সভাপতি ও মনি বেগমকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পৌর মহিলা দলের কমিটি আগামী দুই বছরের জন্য গঠিত হয়।
সম্মেলন উপলক্ষে পুরো পৌর অডিটোরিয়াম সাজানো হয় বিএনপি ও মহিলা দলের ব্যানার-ফেস্টুনে। তৃণমূল নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে।