নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশিষ্ট রাজনীতিবিদ ও বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে ইউনিয়নের সুন্দাইল গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক এবং নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন খুররম খান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংগাইল ইউনিয়ন যুবদলের নেতা জাহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মাস্টার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এছাড়াও বক্তব্য দেন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন শাহিন,সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাজু,উপজেলা বিএনপি নেতা আলী আসলাম ভূঞা,পৌরসভা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান খোকন,যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, মোবারক হোসেন উজ্জ্বল ও আবু হুরাইরা আকন্দ,ইউনিয়ন বিএনপি নেতা ফখরুল ইসলা,উপজেলা মহিলা দলের নেত্রী তাহমিনা আক্তার রিপা প্রমুখ।
বক্তারা বলেন, খুররম খান চৌধুরী ছিলেন একজন ত্যাগী মুক্তিযোদ্ধা, সৎ ও জনদরদী নেতা। তাঁর রাজনৈতিক জীবনের আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া।