আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি,কবির হোসেন
যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করার দৃঢ় প্রত্যয় নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় পানাইল যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে পানাইল ইউনাইটেড একাডেমি স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে আলফাডাঙ্গা ফুটবল একাদশ টাইব্রেকারে ছত্রকান্দা
ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠেছে।
নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে আলফাডাঙ্গা ফুটবল একাদশ ৫-৪ গোলের ব্যবধানে জয়ী হয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
সেমিফাইনাল খেলা দেখতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার দর্শক মাঠে ভিড় করেন। দর্শকরা প্রতিটি গোল ও রোমাঞ্চকর মুহূর্তে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন। সকলের মতে, ফাইনাল খেলা আরও বেশি উত্তেজনাপূর্ণ হবে।
এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে মাদকের অন্ধকার পথ থেকে দূরে রাখা।
পানাইল যুব সমাজের পক্ষে এই খেলার নেতৃত্বে ছিলেন রাকিবুল ইসলাম ও নয়ন শেখসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
টুর্নামেন্টের সফল আয়োজন নিয়ে রাকিবুল ইসলাম বলেন, "আমরা বিশ্বাস করি, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতাই নয়, মানসিক বিকাশেও সহায়ক। নিয়মিত খেলার আয়োজন করলে তরুণদের মধ্যে মাদকের প্রতি আগ্রহ কমবে এবং তারা একটি সুস্থ ও সুন্দর জীবন
পাবে।
নয়ন শেখ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই লড়াই কেবল খেলার মাঠেই সীমাবদ্ধ নয়। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা সমাজকে একটি বার্তা দিতে চাই যে, সুস্থ বিনোদন ও খেলাধুলার মাধ্যমে আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়তে পারি। আমাদের এই উদ্যোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করছে।"
মাঠে উপস্থিত দর্শকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।একজন দর্শক বলেন, "এই ধরনের টুর্নামেন্ট আমাদের তরুণদের জন্য খুবই দরকারি। খেলাধুলা শুধু আনন্দই দেয় না, একই সাথে এটি আমাদের সন্তানদের বিপথগামী হওয়া থেকে বাঁচায়।"
আরেকজন দর্শক বলেন, "খেলাধুলার প্রতি মানুষের এই ভালোবাসা যদি মাদকের বিরুদ্ধে কাজে লাগানো যায়, তাহলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।"
সেমিফাইনাল খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন গোপালগঞ্জের বিশিষ্ট খেলোয়াড় কবির হোসেন। তার সুচারু পরিচালনায় খেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয
আগামী ৯ জুলাই, শনিবার অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল। সেখানে মুখোমুখি হবে পানাইল ফুটবল একাদশ এবং আলফাডাঙ্গা ফুটবল একাদশ।
ফাইনাল ম্যাচটি দেখতে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.