মো সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি
আজ রাতে দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) স্বরুপানন্দ ভট্রাচার্য সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা থানাধীণ বড়ইকান্দি ১নং রোড এর তাসফিয়া এন্টারপ্রাইজ নামীয় দোকান হতে একাধিক মামলার এজাহারভুক্ত আসামী রানা মিয়া রনু (৩৮), পিতা-তুরুন মিয়া, সাং-বড়ইকান্দি, থানা-দক্ষিণ সুরমা, সিলেট‘কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সক্রিয় আওয়ামীলীগ কর্মী।
গ্রেফতারকৃত আসামী ১। দক্ষিণ সুরমা থানার ,এফআইআর নং-৫, তারিখ- ০৪ সেপ্টেম্বর, ২০২৪; ধারা- 147/148/149/324/326/114/34 The Penal Code, 1860; তৎসহ 3/4 The Explosive Substances Act, 1908, ২। কোতোয়ালী মডেল থানার ,এফআইআর নং-১০, তারিখ- ০৫ অক্টোবর, ২০২৪, ধারা 148/149/323/325/326/307/109/114, The Penal Code, 1860; তৎসহ 3/4 The Explosive Substances Act, 1908, ৩। দক্ষিণ সুরমা থানার, এফআইআর নং-১২, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ধারা-
143/147/148/149/323/324/325/326/307/114/34 The Penal Code, 1860; তৎসহ 3/4 The Explosive Substances Act, 1908; এজাহারে অভিযুক্ত আসামী। আসামী‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.