শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকায় তারা দীর্ঘদিন যাবৎ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর সেবাগ্রহীতা জনগণ স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এ অবস্থায় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সরকার উক্ত চার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে।
প্রশাসক নিয়োগপ্রাপ্ত ইউনিয়ন পরিষদগুলো হলো—উপজেলার ২নং নন্নী ইউনিয়ন, ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন, ১০নং যোগানিয়া ইউনিয়ন ও ১১নং বাঘবেড় ইউনিয়ন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৬ আগস্ট) জেলা প্রশাসক স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়। নিয়োগ প্রাপ্তরা হলেন,
নন্নী ইউনিয়নে সাকিব হোসেন সাগর,রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া মুহাম্মদ সোলায়মান,যোগানিয়া ইউনিয়নে মওদুদ আহমেদ,বাঘবেড় ইউনিয়নে আনোয়ারুল কবির
শেরপুর জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা কর্তৃক জারীকৃত অফিস আদেশে বলা হয়, দীর্ঘদিন যাবত নন্নী ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী, রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, যোগানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ এবং বাঘবেড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে এলাকার জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে দায়িত্ব পালনে জটিলতা দেখা দেওয়ায় দাপ্তরিক ও নাগরিক সেবা কার্যক্রমে চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে চারটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়। সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় আসামি হওয়ায় উল্লিখিত চার ইউপি চেয়ারম্যান আত্মগোপনে চলে যান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.