নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী হত্যায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে। বর্তমানে সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে তাদের সনাক্তকরণের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত সূত্রে জানা গেছে, ঘটনাটির সূচনা হয়েছিল একটি হানিট্র্যাপ থেকে। গোলাপি নামের এক নারী বাদশা নামের এক যুবককে ফাঁদে ফেলেন। পরে ওই নারীর সঙ্গে থাকা একদল সশস্ত্র যুবক বাদশাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। ঘটনাটি কাছ থেকে মোবাইলে ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ফয়সাল ওরফে কেটু মিজান নামের এক ব্যক্তি দাড়ি ও টুপি পরা অবস্থায় চাপাতি হাতে দৌড়াচ্ছেন। তার সঙ্গে শাহজামাল, বুলেট ও সুজনসহ আরও কয়েকজনকেও চিহ্নিত করা হয়েছে। বাকিদের শনাক্ত করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) মো. রবিউল হাসান সাংবাদিকদের জানান, “আমরা পাঁচজনকে আটক করেছি। এখন সিসিটিভি ফুটেজ দেখে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব ও সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.