বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে “ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন-২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এই প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম ফখরুদ্দিন খান রাযী, জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান এবং বরিশাল-৩ আসনের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য আজিজুর রহমান অলিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝি, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাফেজ মোহাম্মদ আলী হোসেন, মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, যুব বিভাগের সভাপতি মাওলানা নোমান হোসেন, ছাত্রশিবিরের সভাপতি সৌরভ সরদারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে তৃণমূল পর্যায়ের সংগঠকদের দক্ষভাবে প্রস্তুত করতে হবে। সে লক্ষ্যেই ভোট কেন্দ্রভিত্তিক সংগঠনের কার্যক্রম জোরদার করা হচ্ছে।