নোয়াখালী প্রতিনিধি, লিয়াকত আলী খান
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকেরা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান, ৭১ টেলিভিশনের রিপোর্টার মিজানুর রহমান, এস এ টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রহিম বাবুল, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আকবর হোসেন, এটিএন নিউজের প্রতিনিধি ফয়জুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশ সঞ্চালনা করেন এখন টেলিভিশনের রিপোর্টার নাসিম শুভ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ।
শুধু গাজীপুরেই নয়, আজ সারা দেশে সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সারাদেশে ঈদে ঘরোয়া হয়ে উঠা সন্ত্রাসী চাঁদাবাজদের প্রধান টার্গেট হয়ে উঠেছে এখন সাংবাদিকরা। তাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকেরা।
এদিকে নোয়াখালী জেলা শহর ছাড়াও খিলপাড়া, সোনাইমুড়ি, বেগমগঞ্জের চৌমুহনী এবং কবিরহাট উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.