যশোর প্রতিনিধি
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা শুক্রবার রাত ১২টার সময় সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল ১টি, ম্যাগাজিন ২টি ও গুলি ৫ রাউন্ডসহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।
বিজিবি জানান, পুটখালী বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১৭/০৭-এস এর ১৬২-আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তর পাড়া নামক স্থান থেকে ১টি ইতালি তৈরি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ মোঃ আক্তারুল ইসলাম (৪০), পিতা আতিয়ার রহমান বাবু, গ্রামঃ পুটখালী উত্তর পাড়া, পোস্টঃ বালুন্ডা, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোরকে আটক করেন।
খুলনা ২১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ খুরশিদ আনোয়ার জানান, গতকাল রাত ১২টার দিকে তারা অস্ত্র ও গুলি সহ আসামি আটক করে। পরবর্তীতে আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.