এ.কে. মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
গাজীপুরে গণমাধ্যম কর্মী আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ প্রেসক্লাব একাংশের উদ্যোগে এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সুনামগঞ্জ প্রেসক্লাব একাংশের সভাপতি পংকজ কান্তি দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ আর জুয়েলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট আমিরুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শহিদুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, বদরুল কাদির শিহাব, সাইফুল আলম ছদরুল, আব্দুস শহিদ প্রমুখ।
বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা। তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি স্বরূপ। বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির দাবি জানান। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে জোরালো হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও বলেন, প্রকাশ্যে দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ড দেশের বিবেকবান মানুষকে ব্যতিত করেছে। এটি স্বাধীন সংবাদমাধ্যম ও সাংবাদিকতার প্রতি চরম হুমকি। মানুষ আজ আতঙ্কিত।
তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.