নওগাঁ প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে জবাই করে হত্যার ঘটনার প্রতিবাদে এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে মাথা থেঁতলে দিয়ে হত্যার চেষ্টার বিরুদ্ধে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মুক্তির মোড়ে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের পর মুক্তির মোড় থেকে নওজোয়ান মাঠের গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা, মামলা, খুন ও গুমের ঘটনা এখন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনার বিচার হয় না। তাই তারা সাংবাদিকদের জন্য আলাদা ‘সাংবাদিক সুরক্ষা আইন’ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান। তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়, যাতে আর কোনো সাংবাদিক পরিবার প্রিয়জন হারানোর যন্ত্রণায় না পড়ে।
নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সভাপতি ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম আর রকি, ডিবিসি নিউজ এর প্রতিনিধি একে সাজু, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় সাংবাদিকরা মানববন্ধন করেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সকল সাংবাদিক হামলার বিচারের দাবি এবং তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের অঙ্গিকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.