রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন এক বৃদ্ধ স্বামী। শুক্রবার (০৮ আগস্ট) বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সারা জেলায় এনিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এলাকা সূত্রে জানা গেছে, স্বামী খলিলুর রহমান (৮০) এর স্ত্রী খোরশেদা বেগম (৭০) প্রায় ৬/৭ বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী। ঘটনার দিন অসুস্থ খোরশেদা বেগম বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে স্বামী তাকে টেনে-হিঁচড়ে বাড়ির উঠানে নিয়ে গিয়ে কোঁদাল দিয়ে ছোট গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে থাকেন। ঘটনাটি তাঁদের নাতি খোকন (১৯) ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তে ই ভাইরাল হলে জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে।
এব্যাপারে এলাকাবাসীর অনেকেই বলেন, খলিলুর রহমান তার স্ত্রীকে সেবা যত্ন করতেন, তবে ঘটনার দিন হঠাৎ উত্তেজিত এমন কাজ করেছেন। তবে কাজটি তিনি ভালো করেন নাই।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার জাহিদ জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠিয়েছি। ঘটনার পর ওই বৃদ্ধ পলাতক রয়েছে। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি বৃদ্ধ দীর্ঘ দিন যাবত তার অসুস্থ স্ত্রীকে সেবা যত্নসহ দেখভাল করে আসছেন। তার স্ত্রীর মল-মুত্র রাখার জন্য বাড়ির উঠানে একটি গর্ত করে এবং রাগের বশেই তিনি এ কাজটি করেছেন। তার মেয়ের ঘরের নাতী ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। বৃদ্ধ দীর্ঘ দিন যাবত সেবা করতে করতে হাপিয়ে উঠেছেন। তাদের দুই ছেলে মেয়ে দেশের বাহিরে থাকে। তাদের দেখভালের জন্য লোক নাই। তাদের দেখভালের জন্য কোনো স্বহৃদয়বান ব্যক্তি যদি বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে তাদের জন্য ভালো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.