জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
স্মৃতির পাতায় সুবর্ণ রেখা, পঞ্চাশে এসে প্রাণের দেখা এই স্লোগানে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের দাসের হাট রমনী রঞ্জন (আর. আর.) উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সুবর্ণ জয়ন্তী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. রুহিনী কুমার দাস। সঞ্চালনায় ছিলেন দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতা উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু। উদ্বোধন করেন চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রশিদ অনিক।
বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষক হিমাংশু চন্দ্র দাস, বিএনপি নেতা সেলিম রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শফিকুর রহমান এবং সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুলতান আহম্মদ।
আরও বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী কাজল রেখা দাস, রত্না রানী রায়, আবু হাসনাত সুমন, জি. এম. নাজমুল হাসান ও মাস্টার সালাহ উদ্দিন।