Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে এক গৃহবধূর র’হস্যজনক মৃ/ত্যু

ফরিদপুর প্রতিনিধি, নাজিম বকাউল
আগস্ট ৯, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি, নাজিম বকাউল

ফরিদপুর শহরের হাউজিং স্টেট এলাকা থেকে মিম নামে (৩০) এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার তার লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি শরীয়তপুর জেলায়। সে শহরের হাউজিং স্টেটে স্বামীকে নিয়ে ভাড়া থাকতো। তার স্বামীর নাম মাজেদ। তার বাড়ি বোয়ালমারী উপজেলায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার শহরের হাউজিং স্টেটের একটি বাড়ির বাড়িওয়ালা তার ভাড়াটিয়ার ঘরে মিমের লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তারা আরও জানান, ওই মেয়েটি বিউটি পার্লারে কাজ করত। সকালে তার স্বামীর দুই বন্ধু এসে ওই তরুণীকে খুঁজতে থাকে। এ সময় বাড়িওয়ালার বিষয়টি সন্দেহ হলে তিনি ওই ঘরে গিয়ে লাশ দেখতে পান।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে, দুদিন আগে তাকে মারা হয়েছে। লাশটিতে কিছুটা পচন ধরেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।