Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাউল মেলার দশকে সেবায় সাহিত্য সম্মাননা

Link Copied!

রমজান আলী, নান্দাই( ময়মনসিংহ ) প্রতিনিধি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাউল মেলা সাহিত্য গ্রুপের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বাউল মেলা সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাজধানী ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

বাউল মেলা সাহিত্য গ্রুপ এডমিন নুরুল ইসলামের সভাপতিত্বে ও এডমিন কামরুল মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডমিন প্যানেলের কো-চিফ এডমিন (নিউইয়র্ক) মো: আজিজুল হক, বিশেষ অতিথি প্রকৌশলী ড. আবু রায়হান। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাজী হাসান, আব্দুস সালাম, আবু জাফর, ইকবাল হোসেন ভূঁইয়া, সাবরিনা খান, ফাইজুল ইসলাম, সাকিনা কাইউম, লিলি ইসলাম, হেনা আক্তার, মীর সালেহা সহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্যে বাউল মেলা সাহিত্য গ্রুপের সমন্বয়ক বলেন, “দশ বছরের পথচলায় আমাদের লক্ষ্য ছিল সাহিত্য ও সংস্কৃতিকে মানুষের জীবনের সঙ্গে মেলানো। এই পুরস্কার তারই স্বীকৃতি।”

আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাহিত্য কেবল ব্যক্তিগত সাধনা নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার। তরুণদের সাহিত্যচর্চায় যুক্ত করতে এই ধরনের পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাউল মেলা সাহিত্য গ্রুপের ১০ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেবা কবি, সাহিত্যিকদের বাছাই করে তালিকাভুক্ত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন—বর্ষসেরা কবিতা: কবি আজাদ রায়হান, কবি সুরমা আক্তার; উপন্যাস: এস. এম. রউফ শাহ; ছোটগল্প: ফাতেমা হোসেন; শিল্প ও সাহিত্য: আলী আশরাফ খান; সেরা পাঠক: কাজী রায়হান; বাউল মেলা থিম সং (সংগীতশিল্পী): সাকিনা কাইউম; থিম সং সুরকার ও সংগীতশিল্পী: এস সময়—সহ প্রমুখ কবি ও সাহিত্যিকদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত করা হয়।

সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।

শেষ পর্বে ছিল বাউল গান, কবিতা পাঠ ও সংগীত পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।