মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গত এক মাসে প্রায় ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা মূল্যের অবৈধ মাদক ও ডাকাতির মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬টি মামলায় ৯ জন ডাকাত ও ৭ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
ফকিরহাট মডেল থানার জুলাই মাসের রিপোর্ট অনুযায়ী, গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তির সহায়তায় ফকিরহাট মডেল থানা পুলিশ এবং বাগেরহাট ডিবি পুলিশের যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে ৬টি অভিযান পরিচালিত হয়। এতে মোট ২১,৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ ১৯ হাজার টাকা।
এছাড়া, উপজেলার কাটাখালী এলাকার হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ’ থেকে ডাকাতি হওয়া সাড়ে ১৩ মেট্রিক টন ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রাংশ ও সরঞ্জামাদি চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮০ লাখ ৯১ হাজার টাকা। অভিযানগুলো পরিচালনা করেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীরের নেতৃত্বে এএসআই মো. মেহেদী হাসান মিশন, এসআই আব্দুল আলিম শেখ, এসআই শিবলি নোমানীসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা।
বাগেরহাট জেলা ডিবি পুলিশও অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয়।
পুলিশ জানায়, ঢাকা–খুলনা–বেনাপোল, বরিশাল–খুলনা এবং ঢাকা–মোংলা বন্দরের গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় অপরাধচক্র বারবার ফকিরহাটকে মাদক পাচার ও ডাকাতির রুট হিসেবে ব্যবহার করে। তবে পুলিশ কৌশল পরিবর্তন করে এসব অপরাধ নিয়ন্ত্রণে রাখছে।
ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, “বাগেরহাট জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ স্যারের নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে মাদক ও অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। জুলাই মাসে ৬টি মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “২১,৭২৫ পিস ইয়াবা, ২০ কেজি গাঁজা এবং সাড়ে ১৩ মেট্রিক টন ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রাংশ উদ্ধার আমাদের বড় সাফল্য। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।