মাদারীপুর প্রতিনিধি, এমদাদ খান
গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ–এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি উদ্যোগে প্রতিবাদ সভা ও কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) রাতে জেলা শহরের সাংবাদিক কল্যাণ সমিত কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মাদারীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।