সিফাত আহমেদ, কুলিয়ারচর প্রতিনিধি
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জনসম্মুখে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুলিয়ারচর প্রেসক্লাবের সামনে কুলিয়ারচর বাজার-জামতলী সড়কে “সাংবাদিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট আইন চাই” শ্লোগানে সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. রফিক উদ্দিন, দৈনিক মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাপ্তাহিক জনপদ সংবাদ প্রতিনিধি মোহাম্মদ মুছা, দৈনিক আমাদের সময় ও প্রতিদিনের কাগজ প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, তালাশ টিভি প্রতিনিধি মো. মাইন উদ্দিন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মুহাম্মদ কাইয়ুম হাসান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. আলী সোহেল, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোছা. শরীফুন নেছা শুভ্রা, দৈনিক পূর্বকণ্ঠ প্রতিনিধি শাহীন সুলতানা, দৈনিক শতাব্দীর কণ্ঠ প্রতিনিধি ফারজানা আক্তার এবং দৈনিক কালের সমাজ প্রতিনিধি মো. সবুজ মিয়া প্রমুখ।
বক্তারা তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানান।