সামসুল হক জুয়েল, কালিগঞ্জ( গাজীপুর ) প্রতিনিধি
গতকাল যুক্তরাষ্ট্রজুড়ে পালিত হয়েছে ৫ই আগস্ট শেখ হাসিনার বিদায় দিবস’ ও ‘জুলাই সনদের মহান স্মৃতি’ উদযাপন। প্রায় প্রতিটি অঙ্গরাজ্যে সভা, সমাবেশ, র্যালি, সেমিনারসহ নানা আয়োজনের মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।
বিশেষ করে মেরিল্যান্ড স্টেট বিএনপি দিনটি ঘিরে গ্রহণ করে বিভিন্ন গঠনমূলক কর্মসূচি—যার মধ্যে ছিল আলোচনা সভা, সমাবেশ, কমিউনিটির মাঝে খাবার বিতরণ প্রভৃতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরিল্যান্ড স্টেট বিএনপির সভাপতি সাইদ খান এবং সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ গোলাম রাব্বানী নয়ন বাঙালি। বিশেষ অতিথি ছিলেন মেরিল্যান্ড স্টেট বিএনপির সাবেক সভাপতি নেসার আহমেদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাবলু, মণ্টগোমারি কাউন্টি বিএনপির সভাপতি বিতান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ, তানভির হাসান, আফরিন লিয়ানা, আবদুল মোতালেব মামুন এবং প্রচার সম্পাদক মো. রায়হানসহ আরও অনেকে।
প্রধান অতিথির নয়ন বাঙালি বলেন,
স্বাধীনতা অর্জনের চেয়ে সেটিকে রক্ষা করা অনেক কঠিন। আমরা স্বৈরশাসনের বিদায় চেয়েছি, নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছি, সেই নির্বাচন হবেই এবং সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে দরকার উন্নত মানসিকতা, সততা ও দলের মূলধারার চিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখে চলা।”
তিনি আরও বলেন,শুধু মনোনয়নের দৌড়ে প্রতিযোগিতা করলেই চলবে না। ধানের শীষ একটি পবিত্র প্রতীক, যা আমাদের দিয়েছেন মাওলানা ভাষানী, শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই প্রতীকের মর্যাদা রক্ষা করতে হবে বিজয়ের মাধ্যমে, আর সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।