রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনাস্থ তেরখাদা বহুমুখী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক এ.জি.এম. বাসিতুল হাবিব প্রিন্সের অকাল মৃত্যুতে রবিবার (১০ আগস্ট) সমিতির আয়োজনে কেসিসি সুপার মার্কেটের অস্থায়ী কার্যালয়ে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ রবিউল হোসেন, সাধারণ সম্পাদক সরদার এনামুল হক, উপদেষ্টা এস.এম. এহিউল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ সাবু, এ.কে.এম. মিজানুর রহমান, খান আনিসুর রহমান, সিকদার শুকুর আলী, মিশকাত হোসেন, মোল্লা মাসুদুর রহমান, ওবায়দুল ইসলাম চুন্নু, লস্কার ওবায়দুর রহমান, মোঃ সোহেল, কিসমোতুল গনি আরজু, বাচ্চু মোল্লা প্রমুখ।
বক্তারা প্রিন্সের কর্মজীবন ও মানবিক গুণাবলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার অকাল মৃত্যু তেরখাদা ও খুলনা সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তারা তার প্রতি গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মাহফিল শেষে সবাই একযোগে প্রিন্সের রুহের মাগফেরাত ও পরিবারের শান্তির জন্য দোয়া করেন।