Nabadhara
ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জমি উ’দ্ধারের দা’বিতে সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলন

Link Copied!

শাহরিয়ার হাসান উল্লাস,জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার ১০নং শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া গ্রামে প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতা ও তার স্বজনদের দখলে থাকা জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাতটি সংখ্যালঘু রবিদাস (মুচি) সম্প্রদায়ের পরিবারের সদস্যরা।

আজ দুপুরে দখল হওয়া জমিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে ফুলচাঁন রবিদাস বলেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মো. শাহজাহান তার ভাতিজা, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকিউল ইসলাম রানা সরকার ও তাদের স্বজনরা আমাদের দুই একর ১৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছেন।

তিনি আরও বলেন, আমাদের মোট জমির পরিমাণ দুই একর ৭৯ শতাংশ হলেও দখলে রয়েছে মাত্র ৬০ শতাংশ জমি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই পরিবারগুলো তাদের ঘরে বিদ্যুৎ সংযোগ নেওয়ার উদ্যোগ নিলে মো. শাহজাহান দলীয় প্রভাব খাটিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির স্থাপনকৃত বিদ্যুতের খুঁটিগুলো তুলে ফেলেন। ফলে বহু বছর ধরেই ওই পরিবারের সদস্যরা রাতের বেলায় বিদ্যুতের আলো থেকে বঞ্চিত। তাদের সন্তানেরা রাতে কুপিবাতি জ্বালিয়ে লেখাপড়া করছে।

সংবাদ সম্মেলনে মুচি সম্প্রদায়ের সদস্যরা তাদের পৈত্রিক সম্পত্তি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. রফিক হাওলাদার, আলহাজ্ব মকবুল হোসেন, রুস্তম আলী, আব্দুল হক, আহ্সান হাবিব, জাকির হোসেন বলেন, বহু আগ থেকেই আমরা বিরোধপূর্ণ জায়গাটিতে মুচি সম্প্রদায়ের লোকজনকে চাষাবাদ ও বসবাস করতে দেখে আসছি।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রেজাউল করিম সোহেল বলেন, বিবাদমান ওই জায়গাটি নিয়ে মীমাংসার উদ্দেশ্যে আমরা একাধিকবার বৈঠকে বসলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা করতে পারিনি।

এ বিষয়ে অভিযুক্ত শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মো. শাহজাহান বলেন, ওই জমি আমাদের পৈত্রিক সম্পত্তি। সংখ্যালঘু রবিদাস (মুচি) সম্প্রদায় কখনোই ওই জমির মালিক ছিল না। তাদের দাবি অযৌক্তিক। বহু বছর আগে আমরা ওদের আমাদের জমিতে অস্থায়ীভাবে বসবাস করার অনুমতি দিয়েছিলাম। তিনি আরও বলেন, ১৯৭২ সালের পর থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে কখনো সম্পৃক্ত ছিলাম না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।