সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউপির পার-নুরুল্যাবাদ রানীনদির ব্রিজ থেকে চক-ইসলামপুর পর্যন্ত চলাচলের অনুপযোগী রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার কাজের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন।
গতকাল বিকেলে চক-ইসলামপুর মাঠে নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রফিকুল ইসলামের সভাপতিত্বে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।