Nabadhara
ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় সাংবাদিক তুহিন হ/ত্যার বিচার দাবিতে মা’নববন্ধন

Link Copied!

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বিচারের দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় উপজেলার চৌরাস্তা মোড়ে “মান্দায় কর্মরত সকল সাংবাদিক”-এর ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

প্রতিবাদ সভা শেষে উপস্থিত সাংবাদিকরা উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে তুহিন হত্যার বিচার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ সর্বাত্মক সহযোগিতার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড এবং আহত সাংবাদিক আনোয়ার হোসেনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দিতে হবে।

তারা আরও বলেন, সন্ত্রাসীরা যেন আর কোনো সাংবাদিকের জীবন কেড়ে নিতে না পারে—সেজন্য যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তুহিন হত্যাসহ সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে শুরু না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সহ-সভাপতি আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ সম্রাট, সাধারণ সম্পাদক ফজলুল করিম সবুজ, মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরামসহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।