Nabadhara
ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে দ্রুতগতির ড্রাম ট্রাকের ধা/ক্কায় ফল বিক্রেতা নি/হত

যশোর প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর-খুলনা মহাসড়কের শাঁখারীগাতী এলাকায় দ্রুতগতির ড্রাম ট্রাকের ধাক্কায় শুকুর আলী (৫৫) নামে এক ফল বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হিরো কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুকুর আলী যশোর সদর উপজেলার হাটবিলা গ্রামের বাসিন্দা। প্রতিদিনের মতো তিনি সেদিনও ভ্যানে করে ফল বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। শাঁখারীগাতীর মোড়ে পৌঁছালে নওপাড়াগামী একটি ড্রাম ট্রাক অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তার ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে নিহত হন তিনি।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, শুকুর আলীর পরিবার আগে থেকেই দুঃখজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রায় পাঁচ বছর আগে তার ছেলে একটি মাটিবাহী ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে মারা যান। বর্তমানে তার বড় বোন ক্যান্সার আক্রান্ত। শুকুর আলী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা।

নওয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, দ্রুতগতির ড্রাম ট্রাক ও মাটিবাহী ট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অচিরেই এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।