মোঃ শাহ জালাল, বরিশাল প্রতিনিধি
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সকল সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবায় নানা অব্যবস্থাপনা, অবহেলা ও অবকাঠামোগত দুর্বলতার বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত বরিশাল ব্লকেড কর্মসূচি পালিত হচ্ছে।
কর্মসূচি শুরুর পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক অবরোধে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি ও অন্যান্য শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
একপর্যায়ে শিক্ষার্থীরা সড়কে বসে পড়ে সম্পূর্ণ সড়ক অবরোধ করে রাখে। এর ফলে বরিশাল-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারীরা বলেন, “এই ইন্টেরিম সরকারকে আমরা বসিয়েছি। হাসিনা গেছে যেই পথে, সেই পথেই যাবে তারা।“ তারা দেশের সকল নাগরিককে স্বাস্থ্যখাত সংস্কারের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
এ সময় তারা সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে শেবাচিম হাসপাতালে সরেজমিনে এসে জনগণের ভোগান্তি দেখার অনুরোধ জানান। শিক্ষার্থীরা স্পষ্ট করে জানান, যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না আসবেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।