উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউট ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তর, ঢাকা-এর জাতীয় প্রকল্প পরিচালক, সিএসপিবি প্রকল্প (ফেইজ-২) ও অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাঃ সাদিকুল হক।
রোববার সকাল ১০টায় তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে আসেন। এ সময় তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সঙ্গে সম্মেলন কক্ষে মতবিনিময় করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, ঢাকা’র সিএসপিবি প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক সিরাজুম মুনির আফতাবী, এডমিন ম্যানেজার মোঃ রাছেল উদ্দিন, দিনাজপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, সিইও সৈয়দ মেজবাহ আলম, ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুদা রঞ্জন রায়, হসপিটাল ম্যানেজার এ.এস.এম আক্তার শামীম, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার প্রমুখ।
এর আগে জিয়া হার্ট ফাউন্ডেশনে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.