গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও কলেজের আবাসিক শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
রবিবার উপজেলার টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৫০ টি বৃক্ষ রোপণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র অন্তরগত মোহাম্মদপুর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ারা হোসেন মাসুদ।
বৃক্ষরোপণ শেষে টুঙ্গিপাড়া সরকারি কলেজের ১০ জন শিক্ষার্থীদের হাতে ১০ টি ফুটবল তুলে দেন বিএনপি নেতা মাসুদ।
এসময় টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাঈদ মাহমুদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন, গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সোহেল, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন মোল্লা, গোপালগঞ্জ সদর উপজেলার বিএনপি নেতা ফেরদাউস খানসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাসুদ বলেন, গাছ আমাদের পরিবেশ ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। তরুণ প্রজন্মকে সবুজায়নে উদ্বুদ্ধ করার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে, যাতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়।”
তিনি আরও বলেন,“আমি গোপালগঞ্জের সন্তান। এলাকার মানুষের জন্য এখন পর্যন্ত তেমন কিছু করতে পারিনি। তাই মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণের উদ্যোগ নিয়েছি। আমি যেহেতু রাজনীতি করি তাই আমার দলের চেয়ারপার্সন ও সিনিয়র নেতারা যদি মনে করেন আমাকে দিয়ে এলাকায় কাজ করাবেন, সেটা তাদের সিদ্ধান্ত। তবে গোপালগঞ্জের যেকোন মানুষের বিপদে আপদে পাশে থাকবো ও জনগনের জন্য কাজ করে যাবো।