স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলার রহমতপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ শাহ মাহাম্মদ উল্লাহ’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
রবিবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রভাষক আব্দুল্লাহ আল মাহদী, প্রভাষক আবু জাফর, প্রভাষক মো. সোলায়মান হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, অভিভাবক মো. শওকাত হোসেন, স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ শেখ, শিক্ষার্থী অন্তরা আক্তার, সুরাইয়া ও মাসুদ রানা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি, কমিটি গঠনে তাচ্ছিল্য ও স্বচ্ছতার অভাবে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এর ফলে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা কমছে। সহশিক্ষা কার্যক্রম থাকলেও ৪ তলা ভবন থাকা সত্ত্বেও ছাত্রীদের জরাজীর্ণ ভবনে পাঠদান করতে বাধ্য করা হচ্ছে, যেখানে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা নেই। এমনকি নতুন ভবনের ওয়াশরুম ব্যবহার করতে না পারে এজন্য তালাবদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেন তারা।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ শাহ মাহাম্মদ উল্লাহ মোবাইলে বলেন, “আমি অসুস্থ, ডাক্তার দেখাতে এসেছি। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
মানববন্ধনে মাদ্রাসার সব শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।