খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে পৃথকভাবে পাঁচটি সাংবাদিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) রাজবাড়ীর পাংশা ও গোয়ালন্দ উপজেলায় নিজ নিজ কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টা, সাড়ে ১১টা এবং দুপুর ২টায় পর্যায়ক্রমে এই মানববন্ধন কর্মসূচিগুলো পালিত হয়।
মানববন্ধনের আয়োজন করে গোয়ালন্দ প্রেসক্লাব, গোয়ালন্দ সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন, পাংশা উপজেলা প্রেস ক্লাব ও পাংশা প্রেস ক্লাব।
কর্মসূচিতে বক্তব্য রাখেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু সিকদার, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, পাংশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামী, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন সেখ, সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল ও সদস্য সচিব সুজন খন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সাংবাদিক সমাজের ওপর এক গভীর আঘাত। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।” তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও সকল ধরনের হয়রানি বন্ধের দাবিও জানান।
মানববন্ধনে রাজবাড়ীর পাংশা ও গোয়ালন্দে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।