Nabadhara
ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বট বাহিনী বেহেশতের টিকিট বিক্রি করছে — সাতক্ষীরায় স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতা জিলানী

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
আগস্ট ১০, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি এস. এম. জিলানী বলেছেন, ‘বট বাহিনী ষড়যন্ত্র করে পায়ে পা দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না।’ তিনি আরও বলেন, ‘তারা এখন মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।’

রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা পৌরসভা অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবকদলের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় এস. এম. জিলানী আরও বলেন, ‘গুজব ছড়িয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা হচ্ছে। কিন্তু জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না। বিএনপির নেতাকর্মীদের এখন সময় ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার।’

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় সহ-সভাপতি নেছার হোসেন শফি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, রুহুল আমিন পাড় প্রমুখ।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।