মফিজুল ইসলাম, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে দুর্বৃত্তদের হামলায় বিএনপির সাত কর্মী আহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে একটি চায়ের দোকানে বসে থাকার সময় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—ত্রিবেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাগলা বাবুল (৪৫), ভদ্রডাঙ্গা গ্রামের শাজাহান সিরাজ (৪৫), শিতালিডাঙ্গা গ্রামের শিমুল ইসলাম (৩২)সহ আরও চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত পাগলা বাবুল জানান, “আমরা শৈলকুপায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেবের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে শেখপাড়া বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় হঠাৎ মুখোশধারী দুর্বৃত্তরা এসে আমাদের ওপর হামলা চালায়। তারা লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে।”
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “হামলার ঘটনা সম্পর্কে শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”