আজহারুল ইসলাম, ধোবাউড়া (ময়মনসিংহ)
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাকে একক সংসদীয় আসন ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, ছাত্র, কৃষক, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে ধোবাউড়ার জনগণ পার্শ্ববর্তী উপজেলার সঙ্গে একীভূত সংসদীয় আসনের অংশ হয়ে রয়েছেন। কখনো পুর্বধলা (নেত্রকোনা), আবার কখনো হালুয়াঘাট (ময়মনসিংহ) আসনের আওতায় থেকে বারবার তারা সরাসরি প্রতিনিধিত্বের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
তারা অভিযোগ করেন, একক আসন না থাকায় ধোবাউড়ার—
এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমদ উল্লাহ আল-মামুন গত ২০ জুলাই প্রধান নির্বাচন কমিশনার বরাবর ধোবাউড়াকে একক সংসদীয় আসন ঘোষণার প্রস্তাব দিয়ে একটি আবেদনপত্র দাখিল করেন।
ধোবাউড়া উপজেলার আয়তন ২৫২ বর্গকিলোমিটার। এখানে ৭টি ইউনিয়ন রয়েছে এবং ভোটার সংখ্যা প্রায় ১ লাখ ৮৯ হাজার। ১৯৮৩ সালে এটি পৃথক উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হলেও, এখন পর্যন্ত পার্শ্ববর্তী উপজেলার সঙ্গে যুক্ত থেকে নির্বাচন পরিচালিত হচ্ছে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ধোবাউড়া বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন এবং একক আসনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.