মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় চুরি-ডাকাতি রোধে নিয়মিত পাহারা দেয়ায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা তিন যুবককে আটক করে গণপিটুনি দেয়া হয়। এক পর্যায়ে একজনের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়। গুরুতর আহত জাকির শেখ (৫০) নামে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজন ইসরাফিল মাতুব্বর (৪০) ও বাবুল শিকদার (২৫) পুলিশ হেফাজতে রয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.