নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া এলাকার মাছ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও জেলেরা রোববার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা মিজান মাঝির নিঃশর্ত মুক্তির দাবি জানান।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে কোস্ট গার্ড সদস্যরা মিজান মাঝিকে তাঁর নিজ বসত ঘর থেকে হাত-পা ও চোখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে অস্ত্র উদ্ধারের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। মিজান মাঝি চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এবং সুবর্ণচর ও হাতিয়া অঞ্চলের একজন প্রতিষ্ঠিত মৎস্য ব্যবসায়ী।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা বলেন, মিজান মাঝির বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ নেই। তাঁকে রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তারা তাঁর অবিলম্বে মুক্তির দাবি জানান।
অন্যদিকে, বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক জানিয়ে বলেন, মিজান মাঝির বিরুদ্ধে অস্ত্রসহ অভিযান পরিচালনা করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.