শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে “গোয়ালন্দ সাংবাদিক ফোরাম” রোববার দুপুর ১২টায় মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। সভাটি শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক ও যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ। মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, ফোরামের সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম আহবায়ক শামীম শেখ, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মমিন, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, যুগের কন্ঠস্বর পত্রিকার জেলা প্রতিনিধি শাকিল আহমেদ, দৈনিক আমার সংবাদ পত্রিকা ও চ্যানেল এস এর গোয়ালন্দ প্রতিনিধি জাহিদুল ইসলাম, গোয়ালন্দ পৌর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন।
বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এবং তার পরিবারের প্রতি সরকারকে দায়দায়িত্ব নিতে হবে। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।