মোঃ আলী আহসান রাজ
গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্ট বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। সবমিলিয়ে গত আসর সফলভাবেই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদেরও চাওয়া ছিল চলতি বছরও যেন মাঠে গড়ায় এই টুর্নামেন্ট।
সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আজ শনিবার ছিল বিসিবির বোর্ড মিটিং। যেখানে জানা গেছে আসন্ন এনসিএল টি-টোয়েন্টির পরে চারদিনের এনসিএলে থাকছে না ঢাকা মেট্রো দল।
নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে ময়মনসিংহ বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
এনসিএলের চারদিনের টুর্নামেন্টে সুযোগ হলেও আপাতত এই বছর এনসিএল টি-টোয়েন্টিতে ময়মনসিংহের খেলা হচ্ছে না। তবে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন আগামী মৌসুম থেকে এনসিএল টি-টোয়েন্টিতেও খেলবে ময়মনসিংহ।
পরে আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘এখন ঢাকা মেট্রো দল হয়ে গিয়েছে পরে ময়মনসিংহ টেক অভার করবে।’
এছাড়া আলোচনা চলছে, কতটি ভেন্যুতে হবে এবারের এনসিএল। এর আগে জানা গিয়েছিল, তিন ভেন্যুতে হবে এই আসর। তবে গেল (বৃহস্পতিবার) বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন তিন ভেন্যুতে হবে এনসিএল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.