এ কে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর কার্যক্রম আজ রবিবার (১০ আগস্ট) জেলা পুলিশ লাইন্সে শুরু হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সকাল ৮টায় নিয়োগ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে মোট ১,০৫১ জন প্রার্থী অংশ নেন, যার মধ্যে পুরুষ ৯২৬ জন এবং নারী ১২৫ জন। শারীরিক মাপজোক ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ হন ৬৭২ জন—পুরুষ ৬৩৫ জন, নারী ৩৭ জন।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে জেলার পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন। তার দক্ষ নেতৃত্বে প্রথম দিনের কার্যক্রম স্বচ্ছ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এআইজি, হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা) এ.এন.এম মারুফ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, তাপস রঞ্জন ঘোষ, জাকির হোসাইন, সুমন আহমেদ শাওন, শহিদুল হক মুন্সি, মো. শরিফুল হক, মো. শাহ আলম, সহকারী পুলিশ সুপার পিয়াস সরকার এবং মেডিকেল বোর্ডের সদস্য ডা. শতাব্দী ভট্টাচার্য্য ও ডা. রাজেশ সিংহ মিথুন।
কার্যক্রম শেষে এসপি তোফায়েল আহম্মেদ উত্তীর্ণ প্রার্থীদের মাঠ পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, "যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন এবং প্রতারক চক্র থেকে সতর্ক থাকুন।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.