নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।” তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, দেশের অধিকাংশ মানুষ ধানের শীষ তথা বিএনপিকে সমর্থন দেবে। তবে নির্বাচনের পর দেশ পুনর্গঠনে রয়েছে নানা চ্যালেঞ্জ।
রোববার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “আমাদের লক্ষ্য জনগণের শাসন প্রতিষ্ঠা করা। সেই পথেই আমরা এগোচ্ছি। এই নির্বাচন শুধু ভোট নয়, এটি হবে একটি দায়িত্বশীল রূপান্তরের সূচনা।”
তারেক রহমান বলেন, “স্বৈরাচারী শাসনে দেশের শিক্ষা, বিচার, স্বাস্থ্য, অর্থনীতি সবক্ষেত্রে ধ্বংস নেমে এসেছে। আমরা সরকার গঠন করলে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করতে হবে। আর সে জন্য আমাদের রয়েছে ৩১ দফা সংস্কার প্রস্তাব, যা আমরা আড়াই বছর আগেই জাতির সামনে উপস্থাপন করেছি।”
তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সংস্কারের কথা বলছে, অথচ সেই প্রস্তাবগুলোর বেশিরভাগই আমরা আগেই দিয়েছি। আমরা বিশ্বাস করি, রাষ্ট্র সংস্কার ছাড়া এই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।”
বিএনপি নেতা জানান, তাদের আন্দোলনের লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা। “আমরা দেখেছি, কীভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করা হয়েছে, কীভাবে সম্পদ লুটপাট হয়েছে। সেই জায়গা থেকে দেশকে ফিরিয়ে আনতে হলে সঠিক ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
তারেক রহমান বলেন, “বিএনপির নেতৃত্বেই কর্মসংস্থান, শিক্ষা সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার, কৃষির উন্নয়ন এবং পানির সঠিক হিস্যা আদায়ের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। আমরা চাই দক্ষ যুবসমাজ, শক্তিশালী কৃষি খাত, এবং রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থা।”
তিনি আরও বলেন, “আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। কিন্তু জনগণ বিএনপির উপর আস্থা রাখে বলেই আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সময় এসেছে দেশের ভবিষ্যৎ গঠনের। বিএনপিই সেই দায়িত্ব নিতে প্রস্তুত আছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.