সিফাত আহমেদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ )প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা মালিক আনোয়ার (৩৫) মারা গেছেন। শনিবার (০৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সালুয়া ইউনিয়নের পশ্চিম বীর কাশিম নগরের গোপীবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ও পেশায় বালুর গাড়ি চালক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, রাতের বেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গাড়ির ভেতরেই পড়ে থাকেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, স্বামীর মৃত্যুর খবর পেয়ে প্রবাসী স্ত্রী রেশমা সৌদি আরব থেকে বাংলাদেশের পথে রওনা দিয়েছেন শুধু মৃত স্বামীর মুখটি এক নজর দেখার জন্য।
কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার সংবাদমাধ্যমকে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.